Friday, January 17, 2025
HomeTech Newsদেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে বিসএনএল! কবে আসছে 5G?

দেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে বিসএনএল! কবে আসছে 5G?

BSNL- এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের মধ্যেই তারা দেশজুড়ে 4G ও 5G পরিষেবা চালু করে দেবে। (BSNL to start 4G services across the country)

Airtel, Jio ও Vodafone-এর সমস্ত প্ল্যানেরই ব্যপক দাম বেড়েছে যা সাধারণ মানুষের কাছে বোঝা হয়ে দারিয়েছে। (BSNL to start 4G services across the country) সেই তুলনায় কিন্তু BSNL-এর প্ল্যান অনেকটাই সস্তা, ফলে অনেকেই আবার নতুন করে গ্রাহক হচ্ছেন BSNL – এর ।

আরও পড়ুন : ডাক্তারদের নিরাপত্তার জন্য কী পদক্ষেপ করা হয়েছে? রিপোর্ট চাইল কেন্দ্র

কিন্তু BSNL সম্পর্কে অভিযোগ, তারা এখনো ঠিক ঠাক পরিষেবা দিতে পারে না। যেখানে Airtel, Jio ও Vodafone অনেকটা এগিয়ে তার সাথে এটাও অভিযোগ আছে যে BSNL – এর কর্মীদের সাহায্য ও ঠিক ঠাক পাওয়া যায় না, এমন কি এখনো ঠিক ঠাক 3G পরিষেবা দিতে পারে না এই সংস্থা 4G বা 5G তো দুরের কথা। দেশের কয়েকটি রাজ্যে 4G থাকলেও 5G এখনও চালুই করতে পারেনি তারা। (BSNL to start 4G services across the country)

BSNL to start 4G services across the country

BSNL- এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের মধ্যেই তারা দেশজুড়ে 4G ও 5G পরিষেবা চালু করে দেবে।

আরও পড়ুন : জমি বেহাত রুখতে খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নম্বর

কিন্তু এবার BSNL- এর পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের মধ্যেই তারা দেশজুড়ে 4G ও 5G পরিষেবা চালু করে দেবে। একটি তথ্য সুত্রে জানা গেছে, 2025 সালের মধ্যে 5G চালু করবে BSNL। তার আগেই সারাদেশে 4G পরিষেবা দেওয়া শুরু করবে BSNL।

আরও পড়ুন : পড়ুয়াদের ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে না নির্দেশ নবান্নের

এটাও জানা গেছে 4G পরিষেবা চালু করে দেওয়ার মাস আটেকের মধ্যে শুরু হয়ে যাবে 5G পরিষেবা। এক BSNL রিপোর্টে বলা হয়েছে , মার্কেট শেয়ারের 25 শতাংশ নিজেদের দখলে আনাটাই এখন লক্ষ্য BSNL – এর । এখনো ঠিক ঠাক পরিষেবা দিতে পারে না যেখানে Airtel, Jio ও Vodafone অনেকটা এগিয়ে তার সাথে এটাও অভিযোগ আছে যে BSNL – এর কর্মীদের সাহায্য ও ঠিক ঠাক পাওয়া যায় না, এমন কি এখনো ঠিক ঠাক 3G পরিষেবা দিতে পারে না এই সংস্থা 4G বা 5G তো দুরের কথা। এখন দেখার বিষয় BSNL-এর পরিষেবার উন্নতি ঘটে কিনা।

আরও পড়ুন : অবশেষে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর

এদিকে BSNL – এর বহু প্ল্যানই গ্রাহকদের মধ্যে জনপ্রিয়। নতুন ইউজারদের জন্য BSNL – এর একটি ফার্স্ট রিচার্জ কুপন রয়েছে যা মাত্র ১০৮ টাকার।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments