The RBI kept the repo rate unchanged
দেশের অর্থনীতিতে দশম বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই ৷ উল্লেখ্য রিজার্ভ ব্যাঙ্ক শেষবার রেপো রেট ০. ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬. ৫ শতাংশ করেছিল ৷ তারপর থেকে রেপো রেট একই রয়ে গিয়েছে দেশে। (The RBI kept the repo rate unchanged)
ষষ্ঠীতে কলকাতা জুড়ে জুনিয়র ডাক্তারদের অভয়া পরিক্রমা
অনেকে এটা আগে থেকেই অনুমান করেছিলেন যে, এবারেও আরবিআই হয়তো রেপো রেট অপরিবর্তিত রাখবে ৷ অবশেষে সেই অনুমানই সঠিক প্রমাণিত হল। (The RBI kept the repo rate unchanged)
জুনিয়র ডাক্তারদের সমর্থনে ৫০ জন সিনিয়র ডাক্তারের নজিরবিহীন গন ইস্তফা
এর অর্থ হল, যে বর্তমানে সাধারণ মানুষ হোম লোন, অটো লোন সহ সমস্ত ধরণের লোণে ইএমআই সংক্রান্ত কোনও বাড়তি ছাড় যেমন পাবেন না তেমন অতিরিক্তও দিতে হবে না। দেশের অর্থনীতি এখন যে পরিস্থিতি রয়েছে সেখানে যদি রেপো রেট বাড়ানো হত তাহলে যারা লোন করেন তাদের ওপর বাড়তি চাপ হত। কিন্তু সেটা না করে সঠিক সিদ্ধান্ত নিল আরবিআই।