Saturday, January 25, 2025
HomeNorth & South 24 Parganas Newsঝড় থামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

ঝড় থামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের

10th class student died due to electrocution

দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা এলাকার শ্রীধরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রের । ছাত্রটির নাম মৃত শুভজিৎ দাস। জানাগেছে যে গাছ সরাতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভজিৎ। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। (10th class student died due to electrocution)

10th class student died due to electrocution

বীরভূমে রাস্তার ধারে পড়ে গুলিবিদ্ধ যুবকের রক্তাক্ত দেহ

এমনকি পরিবারের লোকজনের সামনেই মৃত্যু হয় ওই কিশোরের বলে জানাগেছে।  হাওড়া, ভবানীপুরের পর এবার দক্ষিণ ২৪ পরগনা। মৃত্যু হল ওই দশম শ্রেণির ছাত্রের। তবে জমা জলে নয়, ঝড়ে পড়ে থাকা গাছের ডাল সরাতে গিয়েই ঘটে বিপত্তি।

প্রকাশিত CBSE-এর দশম ও দ্বাদশের পরীক্ষার সময়সূচি

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে থাকা তারে বিদ্যুৎ আছে, তা সে বুঝতে পারেনি। এমনকী ভেঙে পড়া গাছটি সরানোর জন্য বিদ্যুৎ কর্মীদেরও খবর দেওয়া হয়নি বলে জানাগেছে। (10th class student died due to electrocution)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments