Wednesday, December 4, 2024
HomePurulia, Birbhum & Bankura Newsচার বছর পরে এবার হবে শান্তিনিকেতনের হারানো পৌষ মেলা

চার বছর পরে এবার হবে শান্তিনিকেতনের হারানো পৌষ মেলা

Poush Mela will be held after 4 years

২০১৯ সালে শেষ বারের মতো পূর্বপল্লিতে এই পৌষ মেলা হয়। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এই পৌষ মেলা তার পর থেকেই বন্ধই ছিল। এ বছর শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে পূর্বপল্লিতেই আয়োজিত হতে চলেছে এই পৌষ মেলা। মেলার মূল আয়োজক থাকবে শান্তিনিকেতন ট্রাস্ট। সহযোগিতায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। (Poush Mela will be held after 4 years)

Poush Mela will be held after 4 years

সিগন্যালিং-এর কাজের জন্য লুপ লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত

এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিশ ঘোষ। ২০২১ ও ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আপত্তিতে পূর্বপল্লির মাঠে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এই পৌষ মেলা আয়োজিত হয়নি। (Poush Mela will be held after 4 years)

নতুন নিয়োগ বন্ধ করে প্রাক্তন কর্মীদের পুনর্নিয়োগ রেলের

এই দু’বছর অবশ্য বোলপুর পুরসভা ও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে আয়োজিত হয়েছিল ‘বিকল্প পৌষমেলা’। ২০২৩ সালে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট রাজ্য সরকারকে মেলার আয়োজনের দায়িত্ব দিলে তা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments