Thursday, January 16, 2025
HomeNorth Bengal Newsমহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু তিন ভাইয়ের

মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু তিন ভাইয়ের

3 Minor of Malda Drawn to Death

মহানন্দায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল তিন কিশোরের। রবিবার এমন ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এল মালদার টেকনা ঘাট এলাকায়। সূত্র মারফৎ জানা গেছে যে, মৃত তিন কিশোরের নাম বিশ্বজিৎ চৌধুরী , আদিত্য চৌধুরী এবং সত্যজিৎ চৌধুরী। (3 minor of malda drawn to death)

3 minor of malda drawn to death

নতুন নিয়োগ বন্ধ করে প্রাক্তন কর্মীদের পুনর্নিয়োগ রেলের

এরা সম্পর্কে তিন ভাই। তিন জনেরই বাড়ি পুখুরিয়া থানার মাগুরা এলাকায়। এদিন তারা ছয় বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে মহানন্দার টেকনা ঘাটে স্নান করতে গিয়েছিল। আর ঠিক তখনই হঠাৎ করে তিনজন জলে তলিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছ্ড়িয়ে পড়ে। (3 minor of malda drawn to death)

কালীপুজোর মুখে বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

বহু মানুষ নদীঘাটে ভিড় জমান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে উদ্ধারকার্য শুরু করেন। এবং বেলা আড়াইটা নাগাদ নদী থেকে তিনজনের নিথর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments