Friday, January 17, 2025
HomePurba & Paschim Bardhaman News২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ শিশু জন্মাল বর্ধমান মেডিক্যাল কলেজে

২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ শিশু জন্মাল বর্ধমান মেডিক্যাল কলেজে

9 Sets Of Twins Were Born In 24 Hours At Bardhaman Medical College

এক জোড়া নয়, দুই জোড়া নয়, এক দিনে ৯ জোড়া যমজ শিশু জন্ম নিল বর্ধমান মেডিক্যাল কলেজে। অতীতেও একদিনে এত সংখ্যক যমজ শিশুর জন্ম এই হাসপাতালে হয়েছিল কিনা তার কোন রেকর্ড নেই। অন্য কোনও হাসপাতালেও এরকম হয়েছে কিনা সেটাও কেউই নিশ্চিত করে মনে করতে পারছেন না।

9 sets of twins were born in 24 hours at Bardhaman

আউশ্রগ্রামে রাতারাতি ৬০ টাকায় কোটিপতি

এমনই বিরল ঘটনার সাক্ষী রইল দক্ষিণবঙ্গের অন্যতম সেরা হাসপাতাল Bardhaman Medical College। যেখানে জুনিয়র-সিনিয়র চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় ওই ৯ প্রসূতি যমজ সন্তানের জন্ম দিয়েছেন ২৪ ঘণ্টায়। (9 sets of twins were born in 24 hours at Bardhaman)

ফের ট্রেন দুর্ঘটনা, অসমে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস

জানাগেছে সকলেই সুস্থ রয়েছে। ৫টি শিশুর ওজন কম থাকায় তাদের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এই ১৮টি শিশুর মধ্যে ১১টি কন্যা সন্তান রয়েছে। এটাও একটা বিরল ঘটনা বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments