শুক্রবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। CBI এর পর ইডির মামলাতেও জামিন পান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । সোমবার রাতে তিহাড় থেকেও মুক্তি হয় তাঁর। এরপরই রাতেই দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে বিমান ধরেন তিনি। ভোরে কলকাতায় অবতরণ করে সেই বিমান। (Anubrata Mandal on his way home from Calcutta in the morning)
আরও পড়ুন : বর্ধমান বোলপুর জাতীয় সড়কে বাসের মুখো মুখি সংঘর্ষ
জানাগিয়েছে ওনার সঙ্গে রয়েছেন ওনার একমাত্র মেয়ে সুকন্যাও। তিনিও তিহাড় জেলে ছিলেন এবং তিনিও সম্প্রতি জামিনে মুক্তি পান। তবে মুক্তি পাবার পর সুকন্যা এতদিন দিল্লিতেই ছিলেন।জানাগিয়েছে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা গাড়িতে ওঠেন দুজনে। (Anubrata Mandal on his way home from Calcutta in the morning)
আরও পড়ুন : 150 বছর ধরে কলকাতার রাস্তায় চলাফেরা করার পরে এখন শুধুই জয় রাইড
এদিন তালিত রেলগেটে জ্যাম থাকার কারনে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন অনব্রত মণ্ডল। তিনি জানান, ওনার শরীর ভাল নেই। রেলগেট বন্ধ থাকায় বেশ কিছুক্ষণ আটকেছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। আর সে সময় তাঁর গাড়ির সামনে কার্যত ঝাপিয়ে পড়েন লোকজন। দলীয় স্লোগানে তাঁকে অভ্যর্থনা জানান দলের কর্মী সমর্থকরা।