2 youths died in a road accident
বর্ধমান বোলপুর ২বি জাতীয় সড়কে ক্যান্টার গাড়ির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জন বাইক আরোহীর।(2 youths died in a road accident) মঙ্গলবার আনুমানিক সকাল ১১ টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আউশগ্রামের শিবদা মোড়ের কাছে সুলি পুকুর পাড়ে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। এরজেরে সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।
চার বছর পরে এবার হবে শান্তিনিকেতনের হারানো পৌষ মেলা
পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে চড়ে গুসকরার সুভাষপল্লী এলাকার দু’জন যুবক জাতীয় সড়ক ধরে গুসকরার দিকে আসছিল। হঠাৎই আচমকা বাইকের ব্রেক কষায় তারা নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে রাস্তার উপরে উল্টে পড়ে। (2 youths died in a road accident)
WhatsApp-এর নতুন ফিচার Custom Lists
সেসময় পিছন থেকে আসা একটি বেপরোয়া ক্যান্টার গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। জখম বাইক আরোহীদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সুবীর হালদার(২৭) ও অসীম দাস(২৮)। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটির সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালে পাঠায় পুলিশ।