Wednesday, January 15, 2025
HomeIndia Newsজাতীয় দলে মেলেনা যথাযোগ্য সুযোগ? মুখ খুললেন স্যামসন।

জাতীয় দলে মেলেনা যথাযোগ্য সুযোগ? মুখ খুললেন স্যামসন।

আন্তর্জাতিক মঞ্চে ৫০-র অধিক ব্যাটিং গড়। তাও জাতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে মাত্র ১৬টি ম্যাচ খেলেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রতিভার অভাব না থাকলেও, ভারতীয় দলে কখনই নিজের জায়গা পাক করতে পারেননি স্যামসন।

Sanju Samson

অনেকের মতে আবার তাঁকে নিজেকে মেলে ধরার জন্য যথাযোগ্য সুযোগও দেওয়া হয়নি। এই প্রসঙ্গে স্যামসন নিজে কী মনে করেন? তিনি বলেন, ‘আমায় যখনই দলে নির্বাচিত করা হবে, আমি যাব এবং খেলব। শুধু এটুকুই বলতে চাই। দিনের শেষে তো আমাদের দল ভাল পারফর্ম করছে।

আমি নিজের স্বার্থের থেকে দল কেমন করল, সেই নিয়ে বেশি আগ্রহী। আমি সবসময় ইতিবাচক দিকটা দেখে আমার যা যা করণীয়, যা আমার হাতে আছে, সেগুলি ভাল করার চেষ্টা করব এবং নিজের সেরাটা দেব।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments