কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে মাঝ সমুদ্রে ডুবে গেল জাহাজ। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। তাঁদের দ্বারা ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়। (cargo ship sank in sea on its way from kolkata to andaman)
উপকূলরক্ষী বাহিনী জানান, রবিবার রাতে খবর আগে সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়েছে এমভি আইটিটি পুমা নামের ওই পণ্যবাহী জাহাজ। (cargo ship sank in sea on its way from kolkata to andaman)
আকাশপথে তাদের সাহায্য করার জন্য পাঠানো হয় উপকূলরক্ষী বাহিনীর বিমান সিজি ডরিনারকে। ওই রাতেই সমুদ্র ও আকাশপথে উদ্ধারকাজ শুরু হয়। জাহাজের সমস্ত আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।