RG Karer এর ঘটনা সম্পর্কে Wikipedia এর পাতায় দেখা যাচ্ছে নির্যাতিতার নাম। যা নিয়ে মঙ্গলবার উদ্বেগপ্রকাশ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। (Supreme Court orders Wikipedia to delete victim’s name)
আরও পড়ুন : প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি ঘোষণা জুনিয়র ডাক্তারদের
ওনারা স্পষ্ট নির্দেশ দেন, অবিলম্বে Wikipedia কে নির্যাতিতার নাম মুছতে হবে। RG Karer এর ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গায় নির্যাতিতার নাম এবং ছবি ব্যবহার করতে দেখা গিয়েছিল। (Supreme Court orders Wikipedia to delete victim’s name)
আরও পড়ুন : কালীঘাটে ফের বৈঠকে ডাকা হল আন্দোলনরত চিকিৎসকদের
একটা সময় social media ভরে গিয়েছিল নির্যাতিতার নাম এবং ছবিতে। যা নিয়ে কলকাতা হাই কোর্টও উদ্বেগপ্রকাশ করেছিল। তাই এদিন শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ Wikipedia কে নির্যাতিতার নাম মোছার নির্দেশ দেয়।