দেশের এখন একটি মাত্র শহর কলকাতা, যেখানে আজও চলে ট্রাম। উল্লেখ্য করোনার সময় থেকেই কলকাতায় একে একে অনেক রুটে বন্ধ হয়েছেগেছে এই ট্রাম পরিষেবা। এখন দুর্ঘটনা এবং যানজট এড়াতেই ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী। (After 150 years plying the streets of Kolkata now only Joy Rides)
আরও পড়ুন : বর্ধমান বোলপুর জাতীয় সড়কে বাসের মুখো মুখি সংঘর্ষ
করোনার সময় থেকেই শহরের একের পর এক রুটে বন্ধ হয়েছে এই ট্রাম পরিষেবা। এখন আপাতত চারটি রুট এই ট্রাম পরিষেবা সচল আছে। এবার তাও মুছে যাওয়ার পথে। কিন্তু রাজ্যের তরফে মডেল স্বরূপ মাত্র এখন একটি রুটে জয় রাইড হিসাবে ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন : বন্যার জেরে খাদ্যসামগ্রীর দামবৃদ্ধি রুখতে আজ নবান্নে বৈঠক
জানাগেছে ধর্মতলা থেকে ময়দানের মধ্যে চলাচল করবে এই ট্রাম। এবং রাজ্যের তরফে জানানো হয়েছে যে একথা তাঁরা আদালতে জানাবে কারন আদালতে একটি জনস্বার্থ মামলা চলছে। (After 150 years plying the streets of Kolkata now only Joy Rides)