September এর প্রথম থেকে দাম বেড়েছে মদ ও বিয়ারের। কিন্তু পুজো শুরুর আগেই সুরাপ্রেমীদের জন্য দারুন সুখবর দিয়েছে রাজ্য সরকার। এবার পুজোর সময় পুরনো দামেই মিলবে মদ ও বিয়ার। (alcohol and beers will be available at old price during durga puja)
ধ্রুপদী ভাষার তকমা পেল বাংলা, খুশি মমতা বন্দ্যোপাধ্যায়
তথ্য মারফত জানা গিয়েছে, ব্র্যান্ডের মদ ও বিয়ার পুরনো দামে আরও কিছু দিন বাজারে পাওয়া যাবে। আর তুলনামূলক কমা ব্র্যান্ডের বিয়ার, দেশে তৈরি বিদেশি মদ পাওয়া যাবে আরও এক মাস। ফলে পুজোর সময় পুরনো দামেই মিলবে মদ। (alcohol and beers will be available at old price during durga puja)
বন্যা বিধ্বস্ত বাংলায় পদ্মের আকাল মেটাতে ভরসা এবার ওড়িশা ও বেঙ্গালুরু
জানাগেছে মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দপ্তরের দ্বারস্থ হয়েছিল মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। অর্থাৎ বাজারে বিয়ারের দাম বেড়েছে প্রায় ২০ থেকে ৪০ টাকা। আবার দেশে তৈরি বিদেশি মদের ৭৫০ মিলিলিটারের দাম বেড়েছে অন্তত ৫০ টাকা। তবে পুজোর মধ্যে এই অতিরিক্ত দাম দিতে হবে না সুরাপ্রেমীদের।