Wednesday, November 20, 2024
HomeIndia Newsবিনামূল্যে 5 লক্ষের চিকিৎসা Ayushman Bharat প্রকল্প নিয়ে ঘোষণা কেন্দ্রের

বিনামূল্যে 5 লক্ষের চিকিৎসা Ayushman Bharat প্রকল্প নিয়ে ঘোষণা কেন্দ্রের

Ayushman Bharat প্রকল্পে বড় ঘোষণা করল এবার কেন্দ্র সরকার। জানাযায় এবার বয়স্ক নাগরিকদের জন্য এই প্রকল্পের অধীনে বিশেষ সুবিধা পাওয়া যাবে। (Ayushman Bharat scheme for free treatment of 5 lakhs)

আরও পড়ুন : আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনে গ্রেফতার সন্দীপ ও টালা থানার ওসি অভিজিৎ

কী কী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্প নিয়ে সে ব্যাপারে জাননো হয়। আবার কারাই বা এই প্রকল্প থেকে উপকৃত হতে চলেছেন সেটাও জানিয়েছে কেন্দ্রিয় সরকারের তরফ থেকে। (Ayushman Bharat scheme for free treatment of 5 lakhs)

Ayushman Bharat scheme for free treatment of 5 lakhs

আরও পড়ুন : গভীর নিম্নচাপে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

এবার থেকে 70 এবং তার বেশি বয়সের সমস্ত বয়স্ক নাগরিকরা পাবেন এই স্বাস্থ্য বীমার সুবিধা। ওই সমস্ত পরিবারের ক্ষেত্রে বাড়তি কভারেজ বা টপ আপ কভারেজের পরিমাণ হবে এবার থেকে 5 লক্ষ টাকা।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments