Cyclone disrupted Rail and Air services in Bengal
বৃহস্পতিবার রাতে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় ডানার। প্রবল ঝড়ের জেরে একেবারে বিপর্যস্ত ওড়িশার বিস্তীর্ণ গ্রামিন এলাকা। ঝড়ে গাছ পড়ে বন্ধ রয়েছে বহু রাস্তা ঘাট। এদিকে বাংলায়, নবান্নে বসে রাতভর পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Cyclone disrupted Rail and Air services in Bengal)
প্রকাশিত CBSE-এর দশম ও দ্বাদশের পরীক্ষার সময়সূচি
ঘূর্ণিঝড়ের জেরে বন্ধ করা হয়েছে দিঘার মেরিন ড্রাইভ। সূত্রের খবর যে, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে ডানার। ওড়িশার ধামড়া এবং ভিতরকণিকার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ডানা। (Cyclone disrupted Rail and Air services in Bengal)
ঝড় দেখতে দিঘায় হাজির পর্যটকরা, কারণ শুনে অবাক পুলিশ
প্রায় ৯ ঘণ্টা ধরে ল্যান্ডফলের প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা। রেল এবং ফেরি পরিষেবাও সাময়িক বন্ধ রয়েছে বাংলায়। শুক্রবার দিনভর চলবে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।