Dana took the form of a Very Strong Syclone
প্রবল শক্তি বাড়াল ঘূর্ণিঝড় ‘ডানা’। আর কয়েক ঘণ্টা পরেই স্থলভাগে দাপট শুরু করবে ঘূর্ণিঝড়। আজ, বৃহস্পতিবারেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। (Dana took the form of a very strong cyclone)
দিঘা ও মন্দারমণির হোটেল বুধবারের মধ্যে খালি করার নির্দেশ প্রশাসনের
বুধবার রাতেই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। পাশাপাশি এটাও জানাগেছে যে বদলে গিয়েছে ল্যান্ডফলের অবস্থানও। আবহাওয়া দপ্তরের তরফে আগে জানানো হয়েছিল, ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে কোনও একটি স্থলভাগে এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি । (Dana took the form of a very strong cyclone)
বাংলা ও ওডিশার উপকূলই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়
গতকাল আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, আজ মধ্যরাত এবং আগামিকাল ভোরের মধ্যে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি ।