Thursday, January 16, 2025
HomeIndia Newsসোনমার্গে জঙ্গি হামলায় নিহত চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক

সোনমার্গে জঙ্গি হামলায় নিহত চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিক

Doctor and 6 migrant workers killed in militant attack in Sonmarg

সোনমার্গে পরিযায়ী শ্রমিকদের উপরে প্রাণঘাতী হামলা চালাল জঙ্গিরা। আর সেই হামলায় প্রাণ হারিয়েছেন এক চিকি‍ৎসক ও ৬ শ্রমিক। গুলিবিদ্ধ হওয়া শ্রমিকদের সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গি হামলার এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল নিরাপত্তা বাহিনী। (doctor and 6 migrant workers killed in militant attack in sonmarg)

doctor and 6 migrant workers killed in militant attack in sonmarg

নতুন নিয়োগ বন্ধ করে প্রাক্তন কর্মীদের পুনর্নিয়োগ রেলের

জঙ্গিরা যাতে পালাতে না পারে তার জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের এক আধিকারিক রাতে সাংবাদিকদের জানিয়েছেন যে, গান্ডেরবালের গগনীরে একটি সুড়ঙ্গ নির্মাণ কার্যের সঙ্গে জড়িত শ্রমিকদের এক অস্থায়ী আবাসনে এদিন সন্ধ্যায় আচমকাই চড়াও হয় জঙ্গিরা।

মহানন্দা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু তিন ভাইয়ের

শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই এ লোপাথাড়ি গুলি বর্ষণ করতে থাকে। বেশ কয়েকজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই এক চিকি‍ৎসক ও পাঁচ শ্রমিক প্রাণ হারান। (doctor and 6 migrant workers killed in militant attack in sonmarg)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments