Thursday, January 23, 2025
HomeIndia Newsতিন মাস আধার আপডেটের সময়সীমা বাড়াল কেন্দ্র সরকার

তিন মাস আধার আপডেটের সময়সীমা বাড়াল কেন্দ্র সরকার

আরও 3 মাস আধার কার্ডের আপডেট করানো যাবে বিনামুল্যে জানিয়েছে কেন্দ্র সরকার। প্রত্যেক দেশবাসীকে 10 বছর অন্তর আধার কার্ডের আপডেট করাতেই হবে। এরকমই আর্জি জানিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু এর সাথে আরও জানানো হয় যে, আধার কার্ডের আপডেট কিন্তু চিরদিন বিনামূল্যে করানো যাবে না। (extended the deadline for update Aadhaar)

আরও পড়ুন : বিনামূল্যে 5 লক্ষের চিকিৎসা Ayushman Bharat প্রকল্প নিয়ে ঘোষণা কেন্দ্রের

এই সময়সীমা পেরোনোর পর থেকে আবার ৫০ টাকা করে খরচ দিতে হবে আধার কার্ড ব্যবহারকারীকে। প্রাথমিকভাবে এদিন কেন্দ্র সরকার ঘোষণা করে যে চলতি বছরের 14 March পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের আপডেট করানো যাবে। পরে তা আবার সময় বাড়িয়ে 14 June করা হয়েছিল। (extended the deadline for update Aadhaar)

extended the deadline for update Aadhaar

আরও পড়ুন : আরজি করে চিকিৎসক ধর্ষণ এবং খুনে গ্রেফতার সন্দীপ ও টালা থানার ওসি অভিজিৎ

তারপর আবার তা বাড়িয়ে 14 September পর্যন্ত করা হয়। শনিবার সেই সময়সীমাও এবার শেষ হয়। কিন্তু UIDAI তথা কেন্দ্র সরকার আবার জানালো যে, আরও 3 মাস অর্থাৎ 14 December পর্যন্ত আগেরমত বিনামূল্যেই আধার কার্ডের আপডেট করানো যাবে।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments