Farmers face losses by farming with loans in Purba Bardhaman
ভাদ্র মাসের শেষের দিকে বৃষ্টিতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল, আর তাতে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল৷ আবার ডানার প্রভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ধান গাছ পড়ে গিয়ে কার্যত ঋণ নিয়ে চাষ করে ব্যাপক ক্ষতির আশঙ্কায় পূর্ব বর্ধমানের চাষিরা। (Farmers face losses by farming with loans in Purba Bardhaman)
ঝড় থামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের
ডানার হানায় মাথায় হাত পূর্ব বর্ধমানের জামালপুর ,রায়না, মন্তেশ্বর, মেমারি, খণ্ডঘোষের চাষীদের। ডানার প্রভাবে ঝোড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায় ধান জমিতে ক্ষতির সম্মুখীন চাষীরা। (Farmers face losses by farming with loans in Purba Bardhaman)
বীরভূমে রাস্তার ধারে পড়ে গুলিবিদ্ধ যুবকের রক্তাক্ত দেহ
পূর্ব বর্ধমান জেলার মেমারি,দক্ষিণ দামোদর এলাকার খণ্ডঘোষ ব্লক, রায়না সহ জামালপুর ব্লকের ধান চাষী সহ সব্জি চাষীরাও বেশ ক্ষতিগ্রস্ত। এলাকার চাষীরা জানিয়েছেন যে, বৃষ্টি ও ঝোড়ো হওয়াতে ধান গাছ পড়ে গিয়ে তার ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে।