Tuesday, November 19, 2024
HomeWest Bengal Newsরুপোলি ইলিশ ধরা দিল দামোদরে, হইচই পূর্ব বর্ধমানে

রুপোলি ইলিশ ধরা দিল দামোদরে, হইচই পূর্ব বর্ধমানে

দামোদরের জলে বানে ভাসি দামোদরের দুই প্রান্তর। সেই বানের জল আস্তে আস্তে কমতেই ঘটল এক এমন ঘটনা। দামোদরে পাওয়া গেল এবার রুপালি সশ্য ইলিশ। ও পারের পদ্মা, এ পারের গঙ্গা, এমনকী রূপনারায়ণেও ইলিশ মেলাটা মেনে নেওয়া যায়। (hilsa fish caught from damodar in purba bardhaman)

পুজোর আগে সুরাপ্রেমীদের জন্য সুখবর, দাম বারবে না মদের

hilsa fish caught from damodar in purba bardhaman

তা বলে শেষে দামোদরে? হ্যাঁ, সেটাই সত্যি প্রমাণ করে পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরে একটি প্রমাণ মাপের ইলিশ উঠল তপন বিশ্বাসের জালে। সেই ইলিশ দেখতে ভিড় জমল জামালপুর মাছ বাজারে। (hilsa fish caught from damodar in purba bardhaman)

বন্যা বিধ্বস্ত বাংলায় পদ্মের আকাল মেটাতে ভরসা এবার ওড়িশা ও বেঙ্গালুরু

সেই মাছ বেচতে ডাকা হলো নিলাম। কেজি প্রতি সেই ইলিশ বিক্রি হয়েছে ২১০০ টাকায়। জ্যান্ত ইলিশ কিনে গর্বে বুক ফুলিয়ে বাজার ছাড়লেন স্থানীয় বাসিন্দা লক্ষ্মণ বিশ্বাস।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments