Wednesday, January 22, 2025
HomeWeather Reportকালীপুজোর মুখে বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ডানা'

কালীপুজোর মুখে বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

In Diwali Cyclone Dana May Affect In West Bengal

কালীপুজোর মুখে বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। জানাগেছে দেশের পূর্ব উপকূলবর্তী এলাকায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতেপারে ঘণ্টায় ১২০ কিলোমিটার বা তার থেকেও বেশী। আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, বঙ্গোপসাগরে অক্টোবরের শেষে এই ঘূর্ণিঝড় তৈরির লক্ষণ স্পষ্ট হয়েছে। (In Diwali Cyclone Dana May Affect In West Bengal)

In Diwali Cyclone Dana May Affect In West Bengal

২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ শিশু জন্মাল বর্ধমান মেডিক্যাল কলেজে

বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়টি সাগরে তৈরি হতে পারে। এবং কাতার এবার এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ‘ডানা’। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তা ওড়িশা থেকে বাংলাদেশের খুলনার মধ্যে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। (In Diwali Cyclone Dana May Affect In West Bengal)

আউশ্রগ্রামে রাতারাতি ৬০ টাকায় কোটিপতি

আবহাওয়া দপ্তরের সূত্র মারফত আরও জানাগেছে যে রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আর সেই ঘূর্ণাবর্ত মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপের রূপ নেবে। এবং বৃহস্পতিবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ থেকে মায়ানামার, যে কোনও উপকূল এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। প্রাশনের তরফে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments