Wednesday, January 22, 2025
HomeWest Bengal Newsপ্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি ঘোষণা জুনিয়র ডাক্তারদের

প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত চলবে কর্মবিরতি ঘোষণা জুনিয়র ডাক্তারদের

মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ীতে বৈঠকে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান আন্দোলন চলবে ৷ এর পাশাপাশি চলবে তাঁদের কর্মবিরতিও ৷

আরও পড়ুন : কালীঘাটে ফের বৈঠকে ডাকা হল আন্দোলনরত চিকিৎসকদের

কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরে আসার পর এমনটাই ঘোষণা করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷

Junior doctors will go on strike until the promise is fulfilled

আরও পড়ুন : রাজ্যে বৃষ্টি চলবে, বেশ কয়েক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস

সোমবার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ীতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়ার দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী৷ তবে রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি কিন্তু মানেননি মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন : বিনামূল্যে 5 লক্ষের চিকিৎসা Ayushman Bharat প্রকল্প নিয়ে ঘোষণা কেন্দ্রের

বৈঠক শেষে তিনি রাজ্যের বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে দ্রুত কাজে ফেরার অনুরোধও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments