Know when winter will come in Bengal
আগামী কয়েকদিন পারদ কি আরও কমবে ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আজ শুক্রবার তাপমাত্রার হেরফের হবেনা এবং বৃষ্টির পূর্বাভাসও নেই। (Know when winter will come in Bengal)
সিগন্যালিং-এর কাজের জন্য লুপ লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি। (Know when winter will come in Bengal)
বাংলাদেশে হিন্দু হত্যার বিরুদ্ধে কড়া বার্তা ট্রাম্পের
আপাতত বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই। জানা যাচ্ছে যে আগামী পাঁচ দিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। তবে শীতের অনুভূতি হলেও এখনও শীতের প্রবেশ হবেনা বলেই জানিয়েছে হাওয়া অফিস।