Thursday, January 16, 2025
HomeIndia Newsফের ট্রেন দুর্ঘটনা, অসমে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস

ফের ট্রেন দুর্ঘটনা, অসমে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস

Lokmanya Tilak Express Derailed In Assam

ফের ট্রেন দুর্ঘটনা, এবার ট্র্যাক থেকে ছিটকে গেল লোকমান্য তিলক এক্সপ্রেস। আজ বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরার আগরতলার কাছে লাইনচ্যুত হয় লোকমান্য তিলক এক্সপ্রেস। সূত্র মারফত খবর যে ট্রেনটির আটটি বগি লাইনচ্যুত। তবে এখনও পর্যন্ত হতা হতের কোনও খবর নেই। (Lokmanya Tilak Express derailed in Assam)

Lokmanya Tilak Express derailed in Assam

আউশ্রগ্রামে রাতারাতি ৬০ টাকায় কোটিপতি

জানাগেছে যে বৃহস্পতিবার দুপুরে লোকমান্য তিলক এক্সপ্রেস আগরতলা ছেড়ে বেড়িয়ে লুমডিং এর ডিবালং স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়। বৃহস্পতিবার দুপুর ৩টে ৫৫ মিনিটে লুমডিং ও বদরপুর হিল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। মোট ৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। (Lokmanya Tilak Express derailed in Assam)

পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বড় ঘোষণা উড়িষ্যা সরকারের

তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি রেলের তরফে থেকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী ট্রেন। ঘটনাস্থলে রয়েছেন রেলের উচ্চ পদস্থ কর্তারা। রেলের তরফে চালু করা হয়েছে অনেক গুলি হেল্পলাইন নম্বর। সেগুলি হল ০৩৬৭৪ ২৬৩১২০, ০৩৬৭৪ ২৬৩১২৬।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments