Odisha Govt’s Big Announcement About Jagannath Temple In Puri
পৃথিবী খ্যাত উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পুন্যার্থীরা এবার থেকে পাবেন একেবারেই বিনামূল্যে, এমনটাই জানিয়েছেন নতুন উড়িষ্যা সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। এবার কার্তিক মাসে পুন্যার্থীদের সংখ্যা ব্যপক হারে হ্রাস পেয়েছে। (Odisha Govt’s Big Announcement About Jagannath Temple)
উৎসবের মরশুমে ভারতে অনলাইনে বিক্রিত ৫৫ হাজার কোটি টাকার পণ্য
তাই নতুন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র মারফত খবর। উড়িষ্যার পুরীর মন্দিরে অধিষ্ঠিত আরাধ্য দেবতা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এই তিন দেবতাকে যে খাবার প্রতিদিন ভোগ হিসেবে অর্পণ তথা নিবেদন করা হয় তাই হল মহাপ্রসাদ। (Odisha Govt’s Big Announcement About Jagannath Temple)
এবার গণইস্তফা কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তারের
এই ভোগ পাওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার পুন্যার্থীদের মধ্যে আকুলতা থাকে চরমে। এতদিন পর্যন্ত এই মহাপ্রসাদ টাকার বিনিময় মিলত। জানাগিয়েছে ভক্তদের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই নতুন সরকারের এই অভিনব চিন্তা।