Published CBSE 10th & 12th Exam Time Table
প্রকাশিত হল আগামী বছরের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি। ১ জানুয়ারি থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এও জানাগেছে যে লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। (Published CBSE 10th & 12th Exam Time Table)
ঝড় দেখতে দিঘায় হাজির পর্যটকরা, কারণ শুনে অবাক পুলিশ
আজ অর্থাৎ বৃহস্পতিবার সেন্ট্রাল বোর্ডের তরফে তাদের নিজেদের ওয়েবসাইটে আগামী বছরের পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে ছাত্র ছাত্রিদের স্বার্থে। খুব শীঘ্রই দশম ও দ্বাদশ শ্রেণির বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখও প্রকাশ করা হবে। (Published CBSE 10th & 12th Exam Time Table)
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিল ‘ডানা’
সেই তথ্যও মিলবে বোর্ডের ওয়েবসাইট cbse.gov.in এখানে। উভয় শ্রেণির সব বিষয়ের অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, ও অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর বণ্টন সংক্রান্ত বিস্তারিত তথ্যও ওয়েবসাইটে দিয়েছে বোর্ড।