Re-employment of Ex-employees of Railways
এবার রেলে সাময়িক ভিত্তিতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মতো রেলেরও বিভিন্ন পদে প্রচুর শূন্যপদ রয়েছে। আর সেই শূন্যপদে জন্য অবসরপ্রাপ্ত কর্মী ও অনূর্ধ্ব ৬৫ দের পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। (Re-employment of ex-employees of Railways)
কালীপুজোর মুখে বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’
প্রথমে তাঁদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে এবং অবসরের আগের পাঁচ বছরে তাঁদের কাজের মূল্যায়ন করে নিয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছে রেলের প্রত্যেক জোনের জেনারেল ম্যানেজারদের। যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী এতে আগ্রহী হবে তাঁদের প্রথমেই আবেদন করতে হবে। (Re-employment of ex-employees of Railways)
২৪ ঘণ্টায় ৯ জোড়া যমজ শিশু জন্মাল বর্ধমান মেডিক্যাল কলেজে
এরপর রেলের জেনারেল ম্যানেজাররা তাঁদের অবসর নেওয়ার আগের পাঁচ বছরের রিপোর্ট খতিয়ে দেখবেন, সেখানে কর্মীদের বিরুদ্ধে কোনও দুর্নীতি, বিভাগীয় তদন্ত হয়েছিল কি না তা খতিয়ে দেখা হবে। এই সময়ে তাঁরা যে পেনশন পাচ্ছেন, তার বেসিক অর্থ বাদ দিয়ে মাসিক পারিশ্রমিক পাবেন তাঁরা।