55 Thousand Crores Worth Of Products Sold Online In India During The Festive Season
উৎসবের মরশুমে অনলাইনে ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্যের বিক্রি অনেকটা বাড়তে পারে, তা আগেই জানিয়েছিল বেশ কয়েকটি ই-কমার্স কনসালটেন্সি সংস্থা। ওই কনসালটেন্সি সংস্থাগুলি যতটা বিক্রির আশা করেছিল, বাস্তবে দেখাগেছে বিক্রি হয়েছে তার থেকেও অনেক বেশি। (55 thousand crores worth of products sold online in India)
এবার গণইস্তফা কল্যাণী জেএনএমের ৭৭ ডাক্তারের
তবে এবার উৎসবের মরশুমে প্রত্যাশার থেকে চাহিদা বহুগুণ বেশি ছিল। সব ধরনের অনলাইনে ই-কমার্স প্ল্যাটফর্মের সব জায়গাতেই ব্যাপক বিক্রি বেড়েছে। ই-কমার্স প্ল্যাটফর্মে অনলাইনে পণ্যে কেনার জন্য ইএমআই-এর দিকে ঝোঁকার প্রবণতাও বেড়েছে জনগণের। (55 thousand crores worth of products sold online in India)
আমজনতাকে স্বস্তি দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট অপরিবর্তিত
এর জেরে পণ্যের বিক্রিও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের ফেসটিভ সেলের প্রথম এক সপ্তাহে ৬৫০ কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রি হয়েছে। যা ভারতীয় মুদ্রায় ৫৫ হাজার কোটি টাকা। গত বছরে এই সময়ের তুলনায় তা ২৬ শতাংশ বেশি।