Wednesday, November 27, 2024
HomeWest Bengal Newsবর্ধমান বোলপুর জাতীয় সড়কে বাসের মুখো মুখি সংঘর্ষ

বর্ধমান বোলপুর জাতীয় সড়কে বাসের মুখো মুখি সংঘর্ষ

বর্ধমানের ঝিঙ্গুটি মোরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় জখম প্রায় ২০ জন যাত্রী। সোমবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের ঝিঙ্গুটি মোড়। (Bus head-on collision on Burdwan Bolpur National Highway)

আরও পড়ুন : বন্যার জেরে খাদ্যসামগ্রীর দামবৃদ্ধি রুখতে আজ নবান্নে বৈঠক

স্থানীয় সূত্রে জানা গেছে যে বর্ধমান থেকে গুসকরা গামী বাসটি যখন বর্ধমানের ঝিঙ্গুটি মোড়ে পৌঁছায় তখন অপর দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং জখম হয় প্রায় ২০ জন বাস যাত্রী। (Bus head-on collision on Burdwan Bolpur National Highway)

Bus head-on collision on Burdwan Bolpur National Highway

আরও পড়ুন : বন্যায় ক্ষয়ক্ষতি জানতে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

তাদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর । খবর পেয়ে পুলিশ আসে ও জনগণের সাহায্যে জখম বাস যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটালে পাঠানো হয় । ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাস দুটিকে সরিয়ে জাতীয় সড়ক আবার স্বাভাবিক করে।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments