আজ, সোমবার বর্ধমানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানাযায় খবরটি। জানা যায়, এইদিন হঠাৎই পূর্ব বর্ধমান জেলায় তাঁর এই কর্মসূচির রয়েছে এবং তিনি আসছেন। (Chief Minister in Burdwan on a district visit)
আরও পড়ুন : সোমবার থেকেই ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়
সুত্র মারফত আরও জানা গিয়েছে যে শনিবার বেলার দিকে এই খবর জেলা প্রশাসনের সদর দপ্তরে পৌঁছায় । তারপরই জেলা প্রশাসনের সদর দপ্তরে শুরু হয় প্রস্তুতি। (Chief Minister in Burdwan on a district visit)
আরও পড়ুন : ভারত বাংলাদেশ প্রথম টেস্টে ২৮০ রানে বড় জয় ভারতের
এদিকে দপ্তর সুত্রে খবর জেলাশাসক, পুলিশ সুপার, জেলা প্রশাসনের অনান্য আধিকারিকরা বৈঠকে বসেন তড়িঘড়ি। এবং বিকেলের দিকে জেলাপ্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জেলা পুলিশ সুপার আমনদীপ।