Wednesday, November 20, 2024
HomeWest Bengal Newsবাংলায় বন্ধ কারখানার জমিতে এবার হবে শিল্পতালুক

বাংলায় বন্ধ কারখানার জমিতে এবার হবে শিল্পতালুক

কিছু দিন আগেই আমেরিকায় নরেন্দ্র মোদী এবং বাইডেনের বৈঠকের পরই ঘোষণা করা হয় সেমিকন্ডাক্টার করখানার। আর এবার রাজ্যে আরও নতুন শিল্গ গড়ার ক্ষেত্রে উদ্যোগী রাজ্য সরকার। (In bengal the land of the closed factory will be an industrial park)

আরও পড়ুন : 150 বছর ধরে কলকাতার রাস্তায় চলাফেরা করার পরে এখন শুধুই জয় রাইড

In bengal the land of the closed factory will be an industrial park

এবার কল্যাণী ও অশোকনগরে একের পর এক বন্ধ হয়ে যাওয়া স্পিনিং মিলের পরিত্যাক্ত জমিতে দু’টি টেক্সটাইল পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। কলকাতা সেক্টর ফাইভে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে একটি রফতানি উন্নয়ন তালুক তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন : বর্ধমান বোলপুর জাতীয় সড়কে বাসের মুখো মুখি সংঘর্ষ

আশা করা যায় যে, এই দুই তালুকে যদি টেক্সটাইল পার্ক চালু হয়ে যায়, তাহলে এ রাজ্যে কয়েক হাজার কোটি টাকার লগ্নি আসার সম্ভবনা রয়েছে। (In bengal the land of the closed factory will be an industrial park)

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments