Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsএবার দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিভিসি

এবার দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিভিসি

এবার দক্ষিণবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন DVC কর্তৃপক্ষ। জানাগেছে প্রত্যেক DVC কর্মীকে এক দিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। (DVC is standing by the flood victims of South Bengal)

বাংলায় বন্ধ কারখানার জমিতে এবার হবে শিল্পতালুক

আরও জানাগেছে যে DVC এর জেনারেল ম্যানেজার এই মর্মে একটি নোটিফিকেশন প্রকাশ করেছেন। DVC এর যে কর্মীরা Income Tax এর আওতায় রয়েছেন, সেই সব কর্মী দের সেপ্টেম্বর মাসের বেতন থেকে স্বয়ংক্রিয় ভাবে এক দিনের বেতন কাটা যাবে।

DVC is standing by the flood victims of South Bengal

আরও পড়ুন : 150 বছর ধরে কলকাতার রাস্তায় চলাফেরা করার পরে এখন শুধুই জয় রাইড

তবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানের সিদ্ধান্তটি কর্মীদের ঐচ্ছিক বিষয়। কোনও কর্মী এ ব্যাপারে অনিচ্ছুক থাকলে তাঁরা ২৬ সেপ্টেম্বরের মধ্যে কর্তৃপক্ষকে ইমেল মারফত সেটা জানাতে বলা হয়েছে। (DVC is standing by the flood victims of South Bengal)

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments