রবিবার রাত থেকেই রাজ্যের বেশ কিছু জায়গায় ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। আবার অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত নিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। (Increase in the price of potatoes)
তাদের বক্তব্য, আলুর দাম পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার বাজারে কেজিতে Rs. 25/Kg টাকার বেশি নেওয়া হবে না এবং বাঁকুড়া, মেদিনীপুর জেলায় আলু খারাপ সেজন্য ওই জেলা গুলিতে আলু Rs. 23/Kg টাকায় বিক্রি হবে প্রশাসনের সেই দাবি আমরা মেনেও নিয়েছিলাম। (Increase in the price of potatoes)
কিন্তু এখন অন্য রাজ্যে আলুর পাঠানোর ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বর্ডারে পুলিশকে মোটা টাকার বিনিময়ে আলু বোঝাই লরি পার করতে হচ্ছে। আমরা চাই, আলু পাঠানোর ক্ষেত্রে যাতে কোনও বাধা না থাকে।