ঝাড়গ্রামে অন্তঃসত্ত্বা হাতির হত্যা (Killing pregnant elephants) নিয়ে সমাজমাধ্যম এখন উত্তাল। সরাসরি এই ঘটনার নিন্দা করেছেন পরিচালক Tathagata Mukherjee। তিনি সমাজমাধ্যমে লিখেছেন যে গর্ভবতী হাতির খুন এবার সরকারী হাতে।
এবার কেরালা নয় পশ্চিমবঙ্গ,ঝাড়গ্রাম।বন দফতর আইনত নিষিদ্ধ হূলা পার্টি দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছিল,এ রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার নিজেরই এলাকায়।তাদের মধ্যে একজন জ্বলন্ত বর্শা গেঁথে প্রেগনেন্ট হাতিটিকে খুন করে।জ্বলন্ত বর্শা গাঁথার পরেও মা হাতিটি ২৪ ঘন্টা বেঁচে ছিল,হয়তো পেটের ভেতর সন্তানটা তখনো বেঁচে ছিল।
একটু একটু করে দগ্ধে দগ্ধে হাতিটি মারা গিয়েছে,মারা গিয়েছে তার সন্তান কারন প্রেগনেন্ট হাতিটির ভেতরটা জ্বলে গিয়েছিল।ঠিক যেভাবে কেরালাতে বাজি ভর্তি আনারস হাতির পেটের ভেতর একটু একটু করে হাতিটিকে খুন করেছিল।
কিন্তু কেরালাতে তো গ্রামবাসীরা হাতিটিকে খুন করেছিল এখানে তো যাদের কাছে আমাদের বিচার চাওয়ার কথা তারাই আদতে খুনী। এখানে তো খুনী বন দফতর,লোকাল ডি এফ ও,বন মন্ত্রী এবং আদতে সরকার।যাদের দায়িত্ব বন্যপ্রান কে সংরক্ষন দেওয়া,তারাই আদতে খুনী,অপরাধী।