কন্যাশ্রী, রূপশ্রী, বেটি বাঁচাও প্রকল্পের কোনও মানে নেই, সরব দেব

আরজি করের ঘটনা নিয়ে আবারও মুখ খুললেন তৃণমূল সংসদ দেব। তিনি আগেও বলেছিলেন, আরজি করে যা হয়েছে তা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। ওই ঘটনার প্রতিবাদ করাই উচিত। (dev called for changes in the indias legal system)

আরও পড়ুন : এবার অভিক ও বিরুপাক্ষকে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল

সাধারণ মানুষ এবং জুনিয়ার ডাক্তাররাও সেই আবেগ থেকেই পথে নেমেছেন। আমাদের এব্যাপারে নিশ্চিত হতে হবে, আর কারও সঙ্গে যেন এমন না হয়। এমন শাস্তি দেওয়া উচিত আইনের মাধ্যমে যাতে ধর্ষকেরা এই অপরাধ করার আগে যেন ভয় পায়।

dev called for changes in the indias legal system

আরও পড়ুন : দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর

এটা তো শুধু বাংলার বা অন্য কোনও রাজ্যের বিষয় নয়, এটা সারা দেশের বিষয়। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’ বা ‘বেটি বচাও বেটি পড়াও’-এর কোনও মানেই নেই, যদি দেশের মেয়েদের আমরা রক্ষা করতে না পারি।’’

আরও পড়ুন : এ বার পুজোর অনুদান প্রত্যাখ্যান পূর্ব বর্ধমানে

এর আগেও আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমে ছিলেন তৃণমূল সাংসদ দেব। দেশের আইনি ব্যবস্থায় বদল আনার ডাক দিলেন তৃণমূল সাংসদ। (dev called for changes in the indias legal system)

আরও পড়ুন