Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsকাটোয়ায় যৌন হেনস্তায় জঙ্গল থেকে ধৃত অভিযুক্ত

কাটোয়ায় যৌন হেনস্তায় জঙ্গল থেকে ধৃত অভিযুক্ত

পূর্ব বর্ধমানের কাটোয়ায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্ত চরণ মাঝি ওরফে সেমন্তকে বিকে হাট এলাকার জঙ্গল থেকে গ্রেপ্তার করল পুলিশ। (Accused caught from forest for sexual harassment)

আরও পড়ুন : ফের রেল দুর্ঘটনা, মধ্যপ্রদেশে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

অপকর্ম ঘটিয়ে পালিয়ে যাওয়ার প্রায় 14 ঘন্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে গেল অভিযুক্ত। অভিযুক্ত জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েছিল। ড্রোন ক্যামেরায় লক্ষ্য রেখে চলছিল পুলিশ।

Accused caught from forest for sexual harassment

আরও পড়ুন : এবার যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলুন খুব সহজে

পুলিশকর্মীদের হাতে ছিল সার্চ লাইট। আর তাতেই ধরে করে ফেলল পুলিশ অভিযুক্তকে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাণ্ডে বলেন, অভিযোগ আসার পরেই অভিযুক্তকে ধরার জন্য আমরা পুলিশবাহিনী পাঠাই এবং ওনারা তল্লাশি অভিযান শুরু করেন।

আরও পড়ুন : দেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে বিসএনএল! কবে আসছে 5G?

আশপাশের থানা গুলিতেও অভিযুক্তের বিবরণ জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল। আর তাতেই ধরা পড়ে অভিযুক্ত। (Accused caught from forest for sexual harassment)

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments