A burnt young man jumped from the second floor to save his life
সকালে কলকাতার বুকে ঘটল ভয়াবহ এক অগ্নিকাণ্ড। এবার রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের এক বাড়িতে। আর সেই আগুন থেকে প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দিলেন এক অগ্নিদগ্ধ যুবক। (A burnt young man jumped from the second floor to save his life)
ঋণ নিয়ে চাষ করে ক্ষতির মুখে পূর্ব বর্ধমানের কৃষকরা
তারপরেই গুরুতর আহত অবস্থায় তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র মারফৎ খবর যে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়েছে। দমকলের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এলেও তাদের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ এনে বিক্ষোভ দেখান এলাকাবাসী। (A burnt young man jumped from the second floor to save his life)
ঝড় থামতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের
দমকল সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের বস্তিতে আগুন লাগে। এলাকা ঘন বসতি হওয়ায় আগুন দ্রুত আশপাশের বাড়ীতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।