RPF saves passengers life at bardhaman station
সোমবার মহিলা RPF-এর তৎপরতায় প্রাণে বাঁচলেন ট্রেন থেকে পড়ে যাওয়া এক যাত্রী। বর্ধমান স্টেশনে সোমবার ভোরে এই ঘটনার পরই তাঁকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছে দপ্তর। (RPF saves passengers life at bardhaman station)
সাতসকালে কলকাতায় প্রাণ বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ অগ্নিদগ্ধ যুবকের
সূত্র মারফৎ জানাগেছে যে, এদিন ভোর চারটের সময় বর্ধমান স্টেশনে থেকে ছাড়ে গঙ্গাসাগর এক্সপ্রেস। সেই সময় চলন্ত ট্রেনে চাপতে গিয়ে পা ফসকে স্টেশনে পড়ে যান বিহারের বাসিন্দা শৈলেন্দ্র কুমার।
ঋণ নিয়ে চাষ করে ক্ষতির মুখে পূর্ব বর্ধমানের কৃষকরা
পড়ে গিয়ে নিজেকে সামলাতে না পেরে ঢুকে যাচ্ছিলেন প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে ফাঁকা জায়গায়। ঠিক তখনি মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়েন স্টেশনে পাহারায় থাকা মহিলা RPF নিভা কুমারী। সেই সময় আরও এক কনস্টেবল যোগেশ কুমার এসে তাঁকে সহযোগিতা করেন।