Thursday, November 28, 2024
HomeWest Bengal Newsআজ শহর জুড়ে 'অভয়া ক্লিনিক'! চলবে মতামত সংগ্রহও

আজ শহর জুড়ে ‘অভয়া ক্লিনিক’! চলবে মতামত সংগ্রহও

আজ ফের কলকাতা শহরে অভয়া ক্লিনিক। গত রবিবারের মতো আজও কলকাতা ও কলকাতার বাইরে অর্থাৎ সারা রাজ্যে ৩০ টি জায়গায় রোগী দেখবেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি সেখানে জনতার মতামত চলবে রাজ পথে আদালত । (Abhaya Clinics Medical Camps in Kolkata)

Abhaya Clinics Medical Camps in Kolkata

আরও পড়ুন : কাটোয়ায় যৌন হেনস্তায় জঙ্গল থেকে ধৃত অভিযুক্ত

West Bengal Junior Doctors’ Front থেকে জানানো হয়েছে RG Kar Medical College Hospital- এর জুনিয়র ডাক্তাররা রোগী দেখবেন প্রধানত তিনটি ক্যাম্পে । এই তিনটি ক্যাম্প হল ডানলপ, কুমারটুলি এবং ঘোষ বাগান । (Abhaya Clinics Medical Camps in Kolkata)

আরও পড়ুন : এবার অভিক ও বিরুপাক্ষকে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল

এছাড়াও আরও ক্যাম্প গুলি হল কসবার হিন্দল ক্লাব, মৌলালি মোড়, এসপ্ল্যানেড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ২ নম্বর গেটে, যাদবপুর এইট বি, টালিগঞ্জ গল্ফ ক্লাবের উলটোদিক।

আরও পড়ুন : যাদবপুরে প্রতিবাদ মিছিলেই শ্লীলতাহানি! সাহয‍্য করল না পুলিশই

শিয়ালদহ মেট্রো স্টেশনের কাছেও বসবে ডেন্টাল ক্লিনিকের ক্যাম্প । এছারাও রোগী দেখা হবে রায়গঞ্জের হাসপাতাল মোড়, শিলিগুড়ির কাওয়াখালি মোড়, বারাসত মেডিক্যাল কলেজের গেট, হাবরা স্টুন্ডেন্টস ক্লাব, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, দক্ষিণ বারাসতের লেবুতলা, মগরাহাট, বারুইপুর, ভোজেরহাট, কোন্নগর, তমলুক, পাঁচলা, সুভাষগ্রাম, কামারহাটি, জোকার ডায়মন্ড পার্ক, মেদিনীপুর কলেজ মাঠ, বর্ধমান এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাব কলেজও।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments