এবার ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে খুনের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরে। ফের আর এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বাংলায়। এবারের অভিযোগ পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়। সূত্র মারফত জানাগেছে যে ঘটনার পর অভিযুক্তকে ঘেরাও করে মারধর করা হয়। (Allegation of rape and murder of a woman in East Medinipur)
নিখরচায় সরকারি হাসপাতালে জন্মাল টেস্ট টিউব বেবি
পটাশপুর থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সূত্র মারফত জানা গিয়েছে, নির্যাতিতা ভগবানপুর এলাকার বাসিন্দা। কর্মসূত্রে বাইরে থাকেন নির্যাতিতা স্বামী। (Allegation of rape and murder of a woman in East Medinipur)
রুপোলি ইলিশ ধরা দিল দামোদরে, হইচই পূর্ব বর্ধমানে
প্রতিবেশীরা জানিয়েছেন যে, গ্রামেরই এক ব্যক্তি বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে। এবং গৃহবধূকে ধর্ষণ করা হয়। বিষয়টি যাতে ফাঁস হয়ে না যায়, সেজন্য ওই গৃহবধূ যাতে কাউকে কিছু না বলতে পারেন, তাই ধর্ষণের পর গৃহবধূর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ।