বাংলা ভাষাকে এবার ধ্রুপদী ভাষার অনুমোদন দিল মোদী সরকার। বৃহস্পতিবার বৈঠকে বাংলা-সহ মোট পাঁচ ভাষাকে ধ্রুপদী ভাষায় উন্নীত করা হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় খুসি। (bengali got the status of a classical language)
বন্যা বিধ্বস্ত বাংলায় পদ্মের আকাল মেটাতে ভরসা এবার ওড়িশা ও বেঙ্গালুরু
তিনি তাঁর এক্স হ্যান্ডেলে নিজেই সেকথা জানালেন। উল্লেখ্য 12 অক্টোবর 2004 সালে কেন্দ্র সরকার “ধ্রুপদী ভাষা” হিসেবে ভাষার একটি নতুন প্রকার সামনে আনেন। (bengali got the status of a classical language)
পুজোর আগে আবার নিম্নচাপ, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস
প্রথম ধ্রুপদী ভাষার তকমা দেওয়া হয় তামিল ভাষাকে। তারপর থেকে যথাক্রমে 2005 সালে সংষ্কৃত, 2008 সালে তেলুগু এবং কানাড়া, 2013 সালে মালায়লম এবং 2014 সালে ওডিয়াকে ধ্রুপদী ভাষা হিসেবে ভূষিত করা হয়।