Tuesday, October 15, 2024
HomeWest Bengal Newsপিতৃপক্ষের শেষ দিনে পূর্বপুরুষকে জলদানের ভিড় গঙ্গার ঘাটে

পিতৃপক্ষের শেষ দিনে পূর্বপুরুষকে জলদানের ভিড় গঙ্গার ঘাটে

আজ বুধবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের, এদিকে বৃষ্টিকে উপেক্ষা করেই কাক ভোর থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে মানুষের ভিড়। পূর্বপুরুষের জন্য তর্পণ চলছে গঙ্গার বিভিন্ন ঘাটে। এর জন্য সুরক্ষার ব্যবস্থাও করেছে কলকাতা পুলিস। (Crowds at the Ganga Ghats offering water to their ancestors)

আরও পড়ুন : কাঁকসা থানার পুলিশের গাড়ি ও বন্দুক ছিনতাই

Crowds at the Ganga Ghats offering water to their ancestors

সাতসকলেই প্রবল বৃষ্টি শুরু হয়ে যায় কলকাতার বিভিন্ন জায়গায়। সেই বৃষ্টি উপেক্ষা করেই মানুষ ভিড় করেছে গঙ্গার বিভিন্ন ঘাটে। মহালয়ার তর্পণ করতে মানুষের ঢল নামল গঙ্গার বাবুঘাটে। (Crowds at the Ganga Ghats offering water to their ancestors)

আরও পড়ুন : বোলপুর শ্যামবাটি ক্যানেলের জলে ডুবে মৃত্যু ছাত্রের

যতদূর চোখ যায় ততদূর শুধু মানুষের ভিড়। কলকাতা পুলিসের তরফে বোটের মাধ্যমে নজরদারি চলছে। একটি নির্দিষ্ট দূর্ত্বের বাইরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। জোয়ারের সময় যাতে কেউ ঘাটে না থাকে তার জন্য সাবধান করা হচ্ছে মানুষজনকে।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments