Bloody body of shot dead youth lying on roadside in Birbhum
কয়েক দিন আগে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মৃত ওই যুবককে গ্রেফতার করেছিল মহম্মদবাজার থানার পুলিশ। দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পান তিনি। (Bloody body of shot dead youth lying on roadside in Birbhum)
ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ওড়িশা, বাংলায় ব্যাহত রেল ও বিমান পরিষেবা
স্থানীয় সূত্র মারফৎ খবর যে, মৃত যুবকের নাম সুজয় মণ্ডল (৩৫)। চন্দ্রপুর গ্রামের বাসিন্দা তিনি। পুরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধুর সঙ্গে মসির বাড়ি যান সুজয়। (Bloody body of shot dead youth lying on roadside in Birbhum)
প্রকাশিত CBSE-এর দশম ও দ্বাদশের পরীক্ষার সময়সূচি
সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল রাস্তার ধার থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রাম এলাকায়।