Wednesday, January 14, 2026
HomeIndia Newsনয়া রিপোর্ট আনছে Hindenburg Research, আদানির পর আবার কে ?

নয়া রিপোর্ট আনছে Hindenburg Research, আদানির পর আবার কে ?

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপি, করফাঁকির অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিল তারা। আমেরিকার বিনিয়োগ অনুসন্ধানকারী সংস্থা Hindenburg Research-এর নিশানায় এবার আরও এক ভারতীয় সংস্থা।

শীঘ্রই ফের বড় ধরনের দুর্নীতির পর্দাফাঁস করতে চলেছে তারা। সোশ্যাল মিডিয়ায় ওই সংস্থার  তরফেই তার ঘোষণা হল। Hindenburg Research মাইক্রোব্লগিং সাইট X Handle -এ এই ঘোষণা করেছে তারা।

বিশদে কিছু যদিও জানায়নি Hindenburg Research. শুধু লেখা হয়েছে, ‘Something big soon India’। তাদের এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। এবার কোন সংস্থা, কোন ব্যক্তিত্ব তাদের নিশানায়, সেই নিয়ে শুরু হয়েছে চর্চা। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments