Wednesday, February 12, 2025
HomeWest Bengal Newsরবিবারও যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহ বিভাগে।

রবিবারও যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহ বিভাগে।

শিয়ালদহ স্টেশনে আবার যাত্রী ভোগান্তির আশঙ্কা। শনিবার রাত থেকেই বাতিল শিয়ালদহ বিভাগের বহু লোকাল। রবিবার থেকে বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে।

Indian Railways

আবার, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কেন ট্রেন চলাচল বিঘ্ন ঘটবে, এই প্রসঙ্গে রেল জানিয়েছে, শনিবার রাতে দমদম জংশনের ডাউন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে, যার ফলে বাতিল করা হয়েছে কিছু লোকাল।

প্রভাব পড়বে কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময় সূচিতেও। রেলের আরও তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষা এবং তাঁরা যাতে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারেন, সে কারণেই এই লাইনের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments