Mass resignation of 50 senior doctors in support of junior doctors
একতারা বাংলা অনলাইন ডেস্ক: আরজি কর আন্দোলনে এবার নজিরবিহীন গন ইস্তফা। এদিকে ধর্মতলায় ১০ দফা দাবিতে সাত জন জুনিয়র ডাক্তার লাগাতার অনশন করছেন। (Mass resignation of 50 senior doctors in support of junior doctors)
সকালে পিছিয়ে থাকার পর হরিয়ানায় এবার বিজেপির ঝড়
এবার তাঁদের এই আন্দোলনের সমর্থনে আজ মঙ্গলবার গণ ইস্তফা দিলেন আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের একসাথে ৫০ সিনিয়র ডাক্তাররা। উল্লেখ্য গত শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। (Mass resignation of 50 senior doctors in support of junior doctors)
বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে ৭ জন শ্রমিকের মৃত্যু, আহত অনেক
তাঁদের দাবিদাওয়া যাতে দ্রুত সরকার মেনে নেয়, সেই দাবিতেই গণ ইস্তফা দিলেন একসাথে ৫০ জন সিনিয়র ডাক্তার। কর্মবিরতি প্রত্যাহার করেই গত শনিবার অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। কিন্তু সিনিয়র ডাক্তারেরা নজিরবিহীন ভাবে এ বার গণ ইস্তফা দেওয়ায় পুজোর মধ্যে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হতে পারে আরজি কর হসপিটালের।