Mass Resignation Of 77 Doctors Of Kalyani JNM
এবার জুনিয়র ডাক্তারদের সমর্থনে গণইস্তফা দিলেন কল্যাণী জেএনএম হাসপাতালের ৭৭ জন সিনিয়র ডাক্তার। সূত্র মারফত জানাগেছে যে রবিবার হাসপাতালের রেজিস্ট্রারকে ইমেল করে গণইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তাঁরা। (Mass Resignation Of 77 Doctors Of Kalyani JNM)
অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতের অবস্থার অবনতি ভর্তি করা হল হাসপাতালে
গনইস্তফা পত্রে ৭৭ জনের ডাক্তারের স্বাক্ষর রয়েছে। তাঁরা আরও জানিয়েছেন যে, সোমবার থেকে তাঁরা আর হাসপাতালে কাজ করবেন না। তাঁদের বক্তব্য যে স্বাস্থ্য সংক্রান্ত ১০ দফা দাবিতে জুনিয়র ডাক্তারেরা আমরণ অনশনে বসেছেন।
জুনিয়র ডাক্তারদের সমর্থনে ৫০ জন সিনিয়র ডাক্তারের নজিরবিহীন গন ইস্তফা
আমরা দেখছি দিনের পর দিন অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ওঁদের এই কষ্ট, এই যন্ত্রণা আমরা আর সহ্য করতে পারছি না। (Mass Resignation Of 77 Doctors Of Kalyani JNM)
বিশ্বব্যাপী বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করবে Samsung Electronics
এই পরিস্থিতিতে আমাদের কাজ করার মতো মানসিক অবস্থা কমে গেছে। জোর করে কাজ করলে আমাদের কাজে ভুল হতে পারে। সে ক্ষেত্রে রোগীদের জীবনসঙ্কট পর্যন্ত তৈরি হতে পারে। তাই আমরা গণইস্তফার সিদ্ধান্ত নিয়েছি। যা সোমবার থেকে কার্যকর হবে।