Wednesday, November 6, 2024
HomeKolkata Newsঅনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতের অবস্থার অবনতি ভর্তি করা হল হাসপাতালে

অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেতের অবস্থার অবনতি ভর্তি করা হল হাসপাতালে

junior doctor’s condition deteriorated and he was admitted to the hospital

RG Kar-এর ৭ জুনর ডাক্তারের মধ্যে অন্যতম হলেন অনিকেত মাহতো। এবার সেই অনিকেতের শারীরিক অবস্থার অবনতির কথা সামনে আসছিল গতকাল সকাল থেকেই। আর গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। জানা যায় যে, ধর্মতলার অবস্থান মঞ্চে উপস্থিত বাকি ডাক্তাররা অনিকেতের শারীরিক অবস্থার পরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেন। (junior doctor’s condition deteriorated and he was admitted to the hospital)

শিল্পজগতের নক্ষত্র পতন, প্রয়াত রতন টাটা

junior doctor's condition deteriorated and he was admitted to the hospital

এই অবস্থায় ধর্মতলার অনশন মঞ্চ থেকে গভীর রাতে অনিকেতকে অ্যাম্বুলেন্সে করে RG Kar-এ নিয়ে আসা হয় । সেখান থেকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই জুনিয়ার ডাক্তারকে। তাঁকে আইসিউতে রাখা হয়েছে বলে জানান RG Kar এর ডাক্তাররা । উল্লেখ্য, আজ ৭ দিনে পড়ল জুনিয়র ডাক্তারদের অনশন ধর্মঘট। (junior doctor’s condition deteriorated and he was admitted to the hospital)

বীরভূমের কয়লাখনিতে বিস্ফোরণে ৭ জন শ্রমিকের মৃত্যু, আহত অনেক

সিনিয়র চিকিৎসকরা পাশে থাকার বার্তা দিয়েও অনশন বন্ধের জন্যে আবেদন জানিয়েছেন। এরই মধ্যে সপ্তমীর দিনও পুজো পরিক্রমা ঘিরে পুলিশের সাথে ঝামেলা হয়েছে বেশ কিছু জায়গায়। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। উল্লেখ্য যে ধর্মতলায় এখনো পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য।

আরও পড়ুন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments