আচমকাই 50 পার করে আরও উপরের দিকে উঠছে পেঁয়াজের দাম (price of onion will increase in the bengal)। বাজারে পেঁয়াজ এখন 60 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে।
রাজ্যে পেঁয়াজের চাহিদা মেটাতে অনেকটাই বাইরের রাজ্যের উপরে নির্ভর করতে হয়। প্রশাসনের আশা, পেঁয়াজের দাম অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। রাজ্যে সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন হয় মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন এলাকায়।
এ ছারাও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, মালদা, জেলাতেও পেঁয়াজ উৎপাদন বাড়ানো হচ্ছে যাতে দাম । এই জেলাগুলির বাইরে দুই ২৪ পরগনাতেও পেঁয়াজের চাষ বাড়ানো হবে। (price of onion will increase in the bengal)