Wednesday, December 4, 2024
HomeWeather Reportভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি কমার কোন লক্ষণ নেই সারা দক্ষিণবঙ্গে। শনিবার এই খবর জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। (Rain warning issued in Bengal)

আরও জানিয়েছে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ সারা দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই। (Rain warning issued in Bengal)

rain warning issued in bengal

ভারী ও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।

এই জেলাগুলিতে 8 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, ও পুরুলিয়ায়। সেখানে 8 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments